Huge fire at Tangra Kolkata

Fire at Tangra: ট্যাংরায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ফের ভয়াবহ আগুন কলকাতায়। এবার ট্যাংরা। রবিবার দুপুর তিনটে নাগাদ ২৫ নম্বর ক্রিস্টোফার রোডে বস্তির একটি গ্যারেজ থেকে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের।

প্রথমে ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন আসে। কিন্তু আগুন বেড়ে যাওয়ার কারণে দ্রুত আরও ১০টি ইঞ্জিন আনা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঝুপড়ির পাশের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। সেই থেকেই ঝুপড়িতে আগুন লাগে। দমকল সূত্রে খবর, ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নেভাতে প্রাথমিক ভাবে সমস্যা হলেও, পরে নিজেদের গতি বাড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।

আরও পড়ুন: By-Election 2022 Result: বালিগঞ্জে জয় বাবুল সুপ্রিয়র, আসানসোলে বাজিমাত শত্রুঘ্ন সিনহার

ঘটনায় কেউ হতাহত না হলেও, আগুন লাগার কারণে স্থানীয়দের ওই এলাকায় থেকে সরিয়ে এনেছে স্থানীয় প্রশাসন। দমকলের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে ময়দানে নেমেছে। ঘিনঞ্জি এলাকা হওয়ার প্রথমে দমকম বাহিনীর আগুন নেভাতে সমস্যায় পড়তে হয়। মাস খানেক আগেই স্থানীয় একটি কারখানায় আগুন লেগেছিল। সেবারও আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকলবাহিনীকে।

রবিবার হওয়ায় গ্যারেজ বন্ধ ছিল, তাই আগুন কীভাবে লাগলো তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুনে কারও আটকে পড়ার খবর নেই।

আরও পড়ুন: জাহাঙ্গীরপুরীর উচ্ছেদ অভিযান ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নাগরিক সমাজ