পুর নিয়োগ দুর্নীতিতে এবার নজরে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়। তাঁদের বাড়িতে ED অভিযানকে কেন্দ্র করে সাতসকালে হইচই পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।
সুজিত বসু এবং তাপস রায়ের রাজনৈতিক কেরিয়ার সুদীর্ঘ। এই দুই হেভিওয়েটের সম্পত্তির পরিমাণ কত? তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় হলফনামা দিয়ে এই তথ্য নিজেরাই জানিয়েছিলেন দুই হেভিওয়েট রাজনীতিবিদ। আর তাঁদের সেই হলফনামার উপর ভিত্তি করেই তথ্য তুলে ধরা হল।
হলফনামা মোতাবেক সুজিত বসুর সম্পত্তির পরিমাণ
২০১৫ সাল থেকেই সুজিত বসুর আয় এবং সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে জানা গিয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে সুজিতের বার্ষিক আয় ছিল ২০ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তা বেড়ে হয় ৩৬ লাখ। ২০১৭-১৮ অর্থবর্ষে সুজিতের আয় বেড়ে দাঁড়ায় ৬০ লাখে। এদিকে ২০১৭-১৮ অর্থবর্ষে সুজিতের স্ত্রী স্বর্ণালী বসুর আয় ছিল ৭ লাখ।
এদিকে ২০২১ সালের নির্বাচনী হলফনামায় বলা হয়, ২০১৯-২০ সালে সুজিত বসুর আয় ছিল ৫৩ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা। ২০১৮-১৯ সালে সেই আয় ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ১০ টাকা। এদিকে ২০১৯-২০ অর্থবর্ষে স্ত্রী স্বর্ণালী বসুর আয় ছিল ৩ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা। এবং ২০১৮-১৯ সালে স্বর্ণালী দেবীর আয় ছিল ৪ লাখ ২৭ হাজার ২৮০ টাকা। এছাড়া সুজিত বসুর হাতে সেই সময় টাকা ছিল ১ লাখ ৪৮ হাজার ১২ টাকা এবং স্ত্রীর হাতে ছিল ১ লাখ ৪৯০ টাকা। সুজিতের দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল যথাক্রমে ৩৯ লাখ ৪৪ হাজার ৫৫৮, ২ লাখ ৩৭ হাজার ৫৭৪ টাকা। সঙ্গে একটি ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল তাঁর।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, সুজিত বসুর দু’টি গাড়ি আছে। একটি গাড়ির দাম ১৩ লাখ ৮৫ হাজার ৭০০ এবং অপর গাড়িটির দাম ১৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। পাশাপাশি তাঁর স্ত্রীরও একটি গাড়ি ছিল, যার দাম ১২ লাখ ৭৩ হাজার ৩৫১ টাকা। এদিকে সুজিত বসুর কাছে আছে ১৭৯.৫ গ্রাম সোনা এবং ৪৭৯.৫ গ্রাম হিরে। এদিকে স্ত্রী স্বর্ণালীর কাছে আছে ৪৭৭.২ গ্রাম সোনা এবং ৪৮৮.২৫ গ্রাম হিরে।
তাপস রায়ের সম্পত্তি
হলফনামা মোতাবেক বিধায়ক তাপস রায়ের ২০১৯-২০ অর্থবর্ষে আয় ছিল চার লাখ ৯১ হাজার ৮৬০ এবং ২০১৮-১৯ সালে তাঁর আয় ছিল ছয় লাখ ৪৬ হাজার ৭৭০। নির্বাচনের সময় তাঁর হাতে ছিল ১৫ হাজার ৫০০ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে ছিল ২২ হাজার ৫০০ টাকা। তাঁর ফিক্সড ডিপোজিট ছিল ২৩ লাখ ২০ হাজার ৫৫৯ এবং স্ত্রী শুভ্রা রায়ের সেই সময় ফিক্সড ডিপোজিট ছিল ৮৫ লাখ ৩৫ হাজার ৮৯৩।
তাপস রায় হলফনামায় জানিয়েছিলেন, তাঁর নামে ৬০ গ্রাম সোনা আছে। সে সময় যার বাজার মূল্য ছিল ২,৮২,০০০.০০।কলকাতার বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে বাড়িতে বৃহস্পতিবার ইডি হানা দিয়েছে, সেই বাড়ি তাপস রায়ের স্ত্রী শুভ্রা রায়ের নামে। ২০২১ সালের হলফনামায় তেমনই উল্লেখ রয়েছে। সেই সময় তাপস রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৬,৭৯১,৪৮১.০০।