আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত স্বাধীনতা দিবস। সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে-রাজ্যে পূর্ণ মর্যাদায় পালিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কলকাতার রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকার উত্তোলনে করেছেন মুখ্যমন্ত্রী।
রেড রোডে পতাকা উত্তোলনের আগে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
#WATCH | West Bengal CM Mamata Banerjee hoists the Tricolour on 77th Independence Day in Kolkata pic.twitter.com/857Y5IFEFs
— ANI (@ANI) August 15, 2023
আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: স্ট্রেচারে বের করা হল হাসপাতাল থেকে, বাড়ির পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী
টুইটে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘তাঁদের আত্মত্যাগ আমাদেরকে উদ্দেশ্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আসুন আমরা বিভক্তির উর্ধ্বে উঠি, আমাদের মতভেদকে দূরে সরিয়ে রাখি এবং একটি উজ্জ্বল, উন্নত ভারতের দিকে আমাদের যাত্রায় ঐক্যবদ্ধ হই। আমার মা, ভাই ও বোনদের ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
এ বছরই প্রথম রেড রোডের অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মার্চে যোগ দিল গার্ডেন রিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। এছাড়াও স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন কোচবিহার জেলা থেকে রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দিয়েছেন। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নিচ্ছেন।
তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলোতে প্রদর্শিত হয় দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও যোগ দেন। এছাড়া ছিল লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপর ট্যাবলো। কলকাতা ও রাজ্য পুলিশে মহিলা বাহিনী-সহ সব বাহিনী দেখায় নানা ধরণের কসরত।