junior doctors meeting with CM in Nabanna

Junior doctors: নবান্নের সভাঘরে অপেক্ষায় মুখ্যমন্ত্রী, পৌঁছেছেন জুনিয়র ডাক্তাররা

নবান্নে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের বাস।মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে জানালেন, বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। ভিডিয়ো রেকর্ড করা যাবে। আন্দোলনকারীরা অনড়। সভাঘরে অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সঙ্গে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। পড়ুয়ারা অনড়। সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রশাসন এবং পুলিশের শীর্ষকর্তারা।

আরজি কর ইস্যুতে বৈঠক করতে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলেও জট খুলল না এখনও। তাঁদের ৩০ জন প্রতিনিধিকেই সরকার বৈঠকে থাকার অনুমতি দিলেও লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানতে রাজি হয়নি। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাবেন না তাঁরা।

বিকেলে নবান্নে ঢোকার মুখেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন জুনিয়র ডাক্তাররা। তবে এখনও পর্যন্ত তাঁরা পুরোপুরি সিদ্ধান্ত নেননি যে বৈঠকে যোগ দেবেন কিনা। কারণ তাঁরা লাইভ স্ট্রিমিং চান। আন্দোলনকারীরা অনড়, বৈঠকের সরাসরি সম্প্রচার না হলে তাঁরা নবান্নর সভাঘরে ঢুকবেন না। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক যদি সরাসরি সম্প্রচার হয়, তাহলে এই বৈঠক হবে না কেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে নীচে নেমে এলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা।

আন্দোলনকারীরা অনড়, বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। তা না হলে তাঁরা সভাঘরে প্রবেশ করবেন না। মুখ্যসচিব নিজে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন ডাক্তারদের জন্য। রাজ্য সরকার চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ডাক্তাররা যা দাবি করেছেন তার বেশিরভাগটা মেনে ইতিমধ্যে কাজ হয়েছে। আরও কাজ হবে যার জন্য ডাক্তারদের পরামর্শ চাইছে সরকার। কিন্তু আদৌ এই বৈঠক হবে কিনা, তা এখনও বড় প্রশ্নচিহ্নের মুখে।