সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে এই বৈঠকের জন্য মুখ্যসচিব যে ‘শর্ত’ দিয়েছিলেন, তা মানছেন না তাঁরা। ইমেলে জানানো হয়েছে, অনশন তুলে নেওয়া হচ্ছে না সোমবারের আগে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকে দেবাশিস হালদার জানান, ‘আমরা ঠিক কী চাইছি তা জানিয়ে রবিবারই মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যাবে।’