পা টলছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। দু’পাশ থেকে তাঁকে ধরে আছেন ইডির দুই আধিকারিক। তাঁদের উপরেই শরীর ছেড়ে দিয়েছেন। কোনও রকমে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রেশন ‘দুর্নীতি’কাণ্ডে(Ration Case) ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।
রবিবার কালীপুজোর সকালে এমনই দৃশ্য দেখা গেল কলকাতার ইডি দফতরে। সিজিও কমপ্লেক্স থেকে মন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বার করা হয়েছিল। কিছু ক্ষণ পর আবার দফতরে ফিরিয়েও আনা হয়। আসা যাওয়ার পথে অতি ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বেশ কিছু কথা বলেছেন ধৃত মন্ত্রী।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বেরনোর পথে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন তিনি অত্যন্ত অসুস্থ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, শরীর একদম ভালো নেই। আমি মরে যাব। আর বাঁচব না।’ ‘CGO কমপ্লেক্স থেকে হাসপাতাল যাওয়ার সময়ই একথা বলেন তিনি। এদিন দেখা যায়, মন্ত্রী একা ভালো করে হাঁটতে পারছেন না। ইডির তরফে দুজন তাঁকে ধরে নিয়ে গাড়িতে তোলে। ওই দুজনের কাঁধেই ভর ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। গাড়িতে উঠেও দেখা গেল সিটে মাথা এলিয়ে দিলেন তিনি।