‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ বইটির জন্য সিপিএমের (CPM) তরফে মুজফ্ফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন (Amartya Sen)। আজ বিকেলে মহাজাতি সদনে সিপিএমের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে সশরীরে এই অনুষ্ঠানে থাকছেন না অমর্ত্য সেন। সিপিএম সূত্রে খবর, তাঁর তরফে ‘প্রতীচী’ (Pratichi) ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তবে শুক্রবার সিপিএমের (CPM) পুরস্কার গ্রহণ করছেন তিনি। প্রবীণ অর্থনীতিবিদ আপাতত দেশে নেই। কোভিড থেকে সেরে ওঠার পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিদেশে চলে গিয়েছেন। তাই সশরীরে অমর্ত্যবাবু থাকছেন না। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করবেন প্রতীচী ইনস্টিটিউটের ডিরেক্টর মানবী মজুমদার।
আরও পড়ুন: Arpita Mukherjee: গ্রেফতারির পরই উধাও অডি, মার্সিডিজ সহ চার বিলাসবহুল গাড়ি, বাড়ছে রহস্য
ভারতীয় কমিউনিস্ট (Communist) আন্দোলনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, পথপ্রদর্শক মুজফ্ফর আহমেদের ১৩৪ তম জন্মবর্ষ এবার। ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম কারিগর ছিলেন মুজফফর আহমেদ। বাম রাজনীতিতে যিনি কাকাবাবু নামেই পরিচিত। শুক্রবার তাঁর জন্মদিন। প্রতি বছর এই দিনে মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি (Muzaffar Ahmed Trust Prize) পুরস্কার দেয়। সিপিএমই এটি পরিচালনা করে।
দীর্ঘদিন এই ট্রাস্টের সভাপতি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ বছর নোবেলজয়ী অমর্ত্য সেনকে বেছে নেওয়া হয়েছে তাঁর স্মৃতিবিজড়িত অর্থাৎ মুজফ্ফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কারের জন্য। তাঁর লেখা ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ বইটি পাচ্ছে পুরস্কার। বইটি ইংরাজি ভাষায় লেখা। তবে এর বাংলা অনুবাদ ‘জগৎকুটির’ গ্রন্থমহলে সহজলভ্যই।
বইটি সম্পর্কে পুরস্কারদাতা কমিটির বক্তব্য, মায়ানমারে (Myanmar) রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের বর্ণনা-সহ ভারতীয় জীবনে সাম্প্রদায়িকতার ভূমিকা তথা অবদানের কথা রয়েছে।সিপিএমের সম্মান গ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছেন অমর্ত্য কন্যা অন্তরা দেব সেনও।
আরও পড়ুন: Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার