আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেট্রো রেল সূত্রে খবর, এই ক’দিনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বাড়ানো হবে। শুধু তাই নয়, বইমেলার সময় রবিবারও মেট্রো চলবে এই শাখায়। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো। কমছে দুটি মেট্রোর মাঝের সময়ের ব্যবধানও।
মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
পাশাপাশি, রবিবারও পরিষেবা চালু থাকবে। ২১ ও ২৮ জানুয়ারি দুই রবিবার আপ-ডাউন মিলিয়ে মোট ৮০টি ট্রেন চলবে। প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। চলবে রাত ১০টা অবধি। এমনিতে এই শাখায় রবিবার মেট্রো চলে না।