Kolkata Metro: Kolkata metro to introduce Rs 10 surcharge on special night services

Kolkata Metro: বছর শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর, আজ থেকেই বাড়ছে ভাড়া

খবর আগেই ছিল। আর সেই মতো, ১ জানুয়ারি ২০২৫ থেকে বেড়ে গেল দমদম-কবি সুভাষ রুটে রাতের শেষ মেট্রোর ভাড়া। মূলত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ‘স্পেশ্যাল নাইট সার্ভিস’র আওতায় রাতে ১০.৪০ মিনিটে দমদম- কবি সুভাষ রুটে ব্লু লাইনে মেট্রো চলে। সেই মেট্রোর ভাড়া বেড়ে গেল বছরের প্রথম দিন থেকেই। স্বভাবতই তা মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ।

রাতের যাত্রীদের কথা বিবেচনা করে দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দুই প্রান্ত থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়ে। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক অমেকটাই কম হয়। ফলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। নভেম্বর মাসের শেষে এই ঘোষণা করা হলেও তা স্থগিত হয়েছিল। তবে তখনই জানানো হয়েছিল, কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। পরে এই সিদ্ধান্ত কার্যকরের কথাও জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

বছরের প্রথম দিন থেকেই সেটা হতে চলেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর), কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) থেকে ব্লু লাইনে রাতের বিশেষ পরিষেবা হিসেবে, রাত ১০টা বেজে ৪০ মিনিটে যে ট্রেন চলে, তার প্রতি টিকিটে ১০ টাকা সারচার্জ বা অতিরিক্ত ভাড়া দিতে হবে। নিয়মিত পরিষেবার বাইরে রাতের বিশেষ পরিষেবা হিসেবে অন্যান্য যে ট্রেনগুলি চালানো হয়, সেগুলির টিকিটের ক্ষেত্রেও এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে।

ফলে এর আগে পর্যন্ত দমদম থেকে শোভাবাজার পর্যন্ত যেতে ১০ টাকা লাগলেও, আজ থেকে রাতের শেষ মেট্রো অর্থাৎ কবি সুভাষ-দমদম রুটের রাতের ১০.৪০ মিনিটের মেট্রোতে লাগবে ২০ টাকা। তবে, কবি সুভাষ-দমজম রুটে বাকি ট্রেনগুলিতে যেমন ভাড়া রয়েছে, তেমনই থাকবে।