Kolkata Metro Route For Pandel Hopping

Kolkata Metro: কোন স্টেশনের কাছে কোন পুজো মণ্ডপ, উত্তর থেকে দক্ষিণ – রইল তালিকা

গাড়ির জ্যামে ফেঁসে গিয়ে ঠাকুর দেখার প্ল্যান বানচাল হয় প্রতি বছরই? এবার বরং গাড়ি-বাইক ছেড়ে চড়ে বসুন মেট্রোতে। চটজলদি শহর কলকাতার ঠাকুর দেখার এর থেকে ভালো উপায় আর কিছুই হতে পারে না। চট করে চোখ রাখুন মেট্রো রুটে। কোন স্টেশনের সামনে কোন ঠাকুর পড়বে, তাও জেনে নিন-

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রুটে ৩৫ টিরও বেশি পুজো মণ্ডপ রয়েছে। যেমন-

দমদম– সিঁথি সর্বজনীন, ১৪ পল্লি সর্বজনীন।
বেলগাছিয়া– শ্রীভূমি, দমদম তরুণ দল, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র, লেকটাউন অ্যাসোসিয়েশন, লেকটাউন নেতাজি স্পোর্টিং, বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক)।
শ্যামবাজার– শ্যাম স্কোয়্যার, বাগবাজার, টালা পার্ক প্রত্যয়, জগৎ মুখার্জি পার্ক।
শোভাবাজার– আহিরীটোলা সর্বজনীন, আহিরীটোলা যুবকবৃন্দ, বেনিয়াটোলা সর্বজনীন, কুমারটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাশী বোস লেন, তেলেঙ্গাবাগান।
গিরীশ পার্ক– পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, বিডন স্কোয়্যার।
মহাত্মা গান্ধী রোড (এমজি রোড)– মহম্মদ আলি পার্ক
কলেজ স্কোয়্যার।

আরও পড়ুন: Madan Mitra : কটা বউ জিজ্ঞাসা করলো সিবিআই, দাবি ‘ওহ লাভলি’ মদনের

সেন্ট্রাল– সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার, চোরবাগান সর্বজনীন।
চাঁদনি চক– জানবাজার, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন।
রবীন্দ্র সদন– চক্রবেড়িয়া সর্বজনীন।
নেতাজি ভবন– ভবানীপুর দুর্গোৎসব সমিতি, ভবানীপুর ৭৫ পল্লি,
ম্যাডক্স স্ক্যোয়ার, ৭৬ পল্লি, ভবানীপুর স্বাধীন সংঘ।
যতীন দাস পার্ক– ২৩ পল্লি, হাজরা পার্ক, মাতৃ মন্দির, বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব।
কালীঘাট– দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, বোসপুকুর শীতলা মন্দির।

রবীন্দ্র সরোবর– সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির।
মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)- অজেয় সংহতি, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক, হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব।
নেতাজি (কুঁদঘাট)– পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব।
মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী)- মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতি।
গীতাঞ্জলি (নাকতলা)– নাকতলা উদয়ন সংঘ।
কবি নজরুল (গড়িয়া)– নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব।

টালিগঞ্জ কিংবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে অটো, ট্যাক্সি বা বাসে করে বেহালার মণ্ডপগুলিতে পৌঁছে যেতে পারেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: ভূমিকা বদল! নজরুল মঞ্চে দেবীস্তোত্র পাঠ অভিষেকের, নাম না করে শাহকে কটাক্ষ