Last journey of late ex CM of West Bengal Buddhadeb Bhattacharjee to alimuddin street

Buddhadeb Bhattacharjee বিধানসভা থেকে বুদ্ধদেবের মরদেহ পৌঁছল আলিমুদ্দিনে

শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পর পিস ওয়ার্ল্ড থেকে বের করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপর শোকযাত্রা করে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেইখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান শাসক-বিরোধী সকলেই। বিধানসভায় কার্যত অভাবনীয় ছবি ধরা পড়ল শুক্রবার। বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহকে কেন্দ্র করে দেখা গেল শাসক-বিরোধী দলের অনেককেই। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দেখা গেল বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদেরও। ফুলের মালা দিয়ে তাঁরা সকলে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে পৌঁছল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় বাম কর্মী-সমর্থকদের। আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্‌ফর আহমেদ ভবনে শায়িত রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সিপিএমের দলীয় দফতরে এসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপের সঙ্গে ছিলেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাতো-সহ অন্য প্রদেশ কংগ্রেস নেতারা। পরে প্রদীপ বলেন, “আজ বাংলার জন্য খুবই দুঃখের দিন। এক জন সৎ রাজনীতিক এবং সৎ মানুষকে হারালাম।”

আলিমুদ্দিনে বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষও। লম্বা লাইন পড়েছে সিপিএমের রাজ্য দফতরের বাইরে। প্রায় প্রত্যেকেরই বুকে কালো ব্যাজ। ব্যাজে সাদা-কালোয় বুদ্ধদেবের একটি ছবি। নীচে কালোর উপরে সাদা হরফে লেখা “বুদ্ধদেব ভট্টাচার্য লাল লাল লাল সেলাম।” তারও নীচে সাদার উপরে কালো হরফে লেখা “কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে।”