মহালয়ার সকালে বাবুঘাটে পৌঁছে গেলেন মদন মিত্র। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনালগ্নেও স্বভঙ্গিমায় ধরা দিলেন তৃণমূল বিধায়ক। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি এদিন মদনকে দেখা গেল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরাতে। যে ছবি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের উদ্দেশ্যে মদন মিত্র বলেন, ‘আমি চাই ব্যক্তিগত জীবনে এরা সুস্থ থাকুন এবং পরিবারে ভালো থাকুন। এদের দীর্ঘায়ু কামনা করি। কিন্তু মানুষ এদের প্রতি বিরক্ত হয়ে উঠেছে। এরা যে রাজনৈতিক সন্ত্রাস এবং তাণ্ডব চলাচ্ছে তার অবসান ঘটুক। এই তর্পণ বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ। আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনে পর তর্পণ করতে আর কোনও বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাবে না।’
আরও পড়ুন: Durga Puja 2022 : শ্রীভূমি-এফডি দিয়ে শুরু, আগামীকাল জনপ্রিয় ৩ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
মদন মিত্র এদিন যা বললেন, তার সারাংশ হল… বিজেপির এখন যা রাজনৈতিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তাতে আর কিছুদিনের মধ্যে বিজেপি এই রাজ্যে দুর্বল হয়ে যাবে। সেই কারণেই এই তর্পণ বলে জানাচ্ছেন তিনি। এদিন যে দৃশ্য দেখা গেল, তা বঙ্গ রাজনীতিতে একেবারে নজিরবিহীন।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘এসব তামাশা ছাড়া আর কিছু নয়। ওর নিজের রাজনৈতিক জীবন সমাপ্ত হতে চলেছে। তাই এসব তামাশা করছে।’ একই সঙ্গে এই ধরনের তর্পণ নিয়ে কড়া নিন্দা করেছেন রাহুল। তিনি বলেন, ‘এই ধরনের তর্পণ একেবারেই উচিত নয়। আমি এর তীব্র নিন্দা করছি।’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মদনদার লড়াই বিজেপির বিরুদ্ধে নয়। বিজেপিকে সামনে রেখে দলের দিকেই নিশানা করছেন।’
আরও পড়ুন: খাটের তলায় ১৭ কোটি , গার্ডেনরিচের আমিরকে গাজিয়াবাদ থেকে ধরল পুলিশ