Mamata Banerjee: Aditya Birla Group Will Invest Rs 5000 Crore In Bengal Says Cm Mamata Banerjee

Mamata Banerjee: রাজ্যে ৫০০০ কোটির বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গ্রুপ, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ। তৈরি হবে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও। এনিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন কুমার মঙ্গলম বিড়লা। এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

সোশাল মিডিয়ায় করা পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ দুপুরে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা নবান্নে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। বাংলায় ব্যবসার সুযোগ সুবিধা ও বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন তিনি।’ এর পরই ওই পোস্টে বিপুল লগ্নির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ‘বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে। এছাড়া আরও কিছু ক্ষেত্রে লগ্নি করবেন তাঁরা। যার মধ্যে রয়েছে সিমেন্ট ও রং উৎপাদন। সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫,০০০ কোটি টাকা।’

মুখ্যমন্ত্রী জানান, বিড়লা গ্রুপ আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে, সরকারের তরফেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পালা বদলের বাংলায় হরতাল শব্দটি লুপ্ত হয়েছে। একইভাবে শিল্প স্থাপনের জন্য সরকার নিজস্ব উদ্যোগে ল্যান্ড ব্যাঙ্কও তৈরি করেছে। রাজ্যের হাতে জমিও রয়েছে। সূত্রের খবর, এদিনের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বিড়লা গ্রুপকে শিল্পের জন্য প্রস্তাবিত বেশ কিছু জমির কথাও বলেছেন। তাতে আগ্রহ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান।

রাজ্যে আগেই রং কারখানা গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে আদিত্য বিড়লা (Birla) শিল্পগোষ্ঠী। খড়গপুরে প্রায় ৮০ একর জমিতে হচ্ছে কারখানাটি। বিনিয়োগ হবে আনুমানিক এক হাজার কোটি টাকা। সূত্রের খবর, এই কারখানায় উৎপাদন শুরু হলে সরাসরি কর্মসংস্থান হবে ৬০০ জনের। ফলে রাজ্যে কাজের পরিবেশ আরও সুগম হবে।