রবিবার বিকেলে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিকেল চারটে নাগাদউডবার্ন ব্লকের সামনে থামে তাঁর গাড়ি। সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করান মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, তাঁর পায়ের সমস্যা রয়েছে। তা নিয়েই এদিন দেখাতে এসেছিলেন হাসপাতালে।
স্পেন, দুবাইয়ে গুরুত্বপূর্ণ সফর সেরে মঙ্গলবার সন্ধেবেলা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে দারুণ খুশি তিনি, তা বিমানবন্দরে নেমেই জানান। এরপর রবিবার বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব। উডবার্ন ওয়ার্ডের (Woodburn Word) সাড়ে ১২ নং কেবিনে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত জুন মাসে জলপাইগুড়িতে কপ্টার-দুর্বিপাকে কোমরে, পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর চপার। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান। সূত্রের খবর, পায়ের চিকিৎসার জন্যই এবারও এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। ১২ দিনের টানা বিদেশ সফরের পর আপাতত তাঁকে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
অপর একটি সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুর অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ। অর্থপেডিক চিকিৎসকরা সেখানে উপস্থিত আছেন বলেই সূত্র মারফত খবর।
আরও পড়ুন: Dengue: কলকাতায় ফের ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর