Mamata banerjee at Rizwanur Rahman's house in the eve of eid

ইদে রিজওয়ানুরের বাড়িতে মমতা, আনিশের পরিবারের সঙ্গে সেলিম

ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সকালে ফেসবুকে ওই সাক্ষাতের ছবি দিয়েছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে রিজওয়ানুরের বৃদ্ধা মায়ের পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর পাশে বসে পরিবারের অন্য সদস্যরা

ঈদের দিনে আনিশ খানের বাড়িতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আনিশের পরিবারের পাশে থেকে সুবিচার আদায়ের আশ্বাস দিলেন তিনি ৷ এ বার ঈদের উৎসবে সামিল হবেন না বলে গতকালই জানিয়েছিলেন মহম্মদ সেলিম ৷ বদলে এ দিন তিনি উপস্থিত হলেন হাওড়ার আমতায় মৃত ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে ৷ আনিশের পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই সেখানে গিয়েছেন বলে জানান এই বামনেতা ।

রিজওয়ানুর-কান্ডে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা ওই বিষয়ে জোরদার আন্দোলনে নেমেছিলেন। তিনি তখন সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন। বিরোধী নেত্রী মমতার বক্তব্য ছিল, যে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ, সেই পুলিশ কী করে তদন্ত করে ।একই দিনে

আনিশের বাড়িতে গিয়ে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন মহম্মদ সেলিম ৷ সেলিম অভিযোগ করেন, ‘‘সত্য গোপন করার চেষ্টা হচ্ছে ৷ আগে কোনও ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ হত মানুষ ৷ এখন দেখা যাচ্ছে বগটুই, হাঁসখালি সর্বত্র পুলিশই যুক্ত রয়েছে ৷ তোলাবাজি থেকে শুরু করে কয়লা, বালির টাকা নির্দিষ্ট পদ্ধতিতে পৌঁছচ্ছে কালীঘাটে ৷’’