পড়ুয়া সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিন মুখমন্ত্রী বলেন, ‘এ বছর আরও একটা নতুন স্কিম চালু করলাম। ইনটার্নশিপ স্কিম। আজ থেকেই শুরু হল। আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এই ভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। ইনটার্নশিপ করার সময় দশ হাজার টাকা রেগুনারেশান পাবেন। ছাত্র জীবন থেকে প্রশাসনিক ধারনা হয়ে যাবে।’
(বিস্তারিত আসছে)