Mamata Banerjee: Bengal CM Mamata Banerjee writes to PM Modi urging deferment of implementation of 3 criminal laws

Mamata Banerjee: ন্যায় সংহিতায় স্থগিতাদেশ চান মমতা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বর্তমান ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তার খসড়া চূড়ান্ত হয়েছে। তবে এই আইন যাতে এখনই লাগু না করা হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তিনটি ফৌজদারি আইনে স্থগিতাদেশ চান তিনি।

গত বছরের শেষদিকে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। এই তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা (Nyaya Sanhita) বলা হয়। এই নয়া আইন কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে বিরোধীরা। কিন্তু সেসব আপত্তি উড়িয়ে দিয়েছিল কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়, ১ জুলাই ওই তিন আইন কার্যকর হবে দেশজুড়ে।  তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই চিঠি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। চিঠিতে মমতা লিখেছেন, ‘‘গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের ১৪৬ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল, তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ। এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন।’’

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ‘নৈতিকতা এবং বাস্তবতা’ যাচাই করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক। ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, বিদায়ী লোকসভায় যে ভাবে কোনও আলোচনা ছাড়াই দ্রুত বিল তিনটি পাশ করানো হয়েছিল, তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপন্থী। তিনি লিখেছেন, ‘‘নৈতিকতার দিক থেকে আমি মনে করি, সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাঁদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।’’

গত বছরের গোড়ায় মোদী সরকার দণ্ড সংহিতা আইনের খসড়া প্রকাশ্যে আনার পরেই মমতা তার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। বলেছিলেন, ‘‘কেন্দ্রের প্রচেষ্টার মধ্যে চুপিসারে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে।’’ তিনি বলেছিলেন, ‘‘আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল। তা প্রত্যাহারের নাম করে, তারা (কেন্দ্রীয় সরকার) প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চাইছে, যা নাগরিকদের আরও মারাত্মক ভাবে প্রভাবিত করতে পারে।’’ বৃহস্পতিবারের চিঠিতে মমতা লিখেছেন, ‘‘দেশের নাগরিকদের অনেকের মনেই এই আইন নিয়ে সংশয় রয়েছে।’’

এই ইস্যুতে এর আগে গত নভেম্বর মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন মমতা। এবার তিনটি আইনে স্থগিতাদেশ চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই চিঠি লিখলেন তিনি।