Mamata Banerjee congratulates Amit Shah for Jay Shah’s ICC crown

Mamata Banerjeeআইসিসির শীর্ষপদে পুত্র জয় শাহ, অমিত শাহকে শ্লেষ অভিনন্দন মমতার

গত মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে গিয়েছেন জয় শাহ। সেই কারণে বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁর বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি (ICC) চেয়ারম্যান হলেন জয় শাহ (Joy Shah)। তাঁর একটি মাত্র পরিচয়, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। গ্রেগ বার্কলে এই পদে ছিলেন, এবার সেই চেয়ারে বসছেন জয় শাহ।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে কটাক্ষ করে লেখেন, ”অভিনন্দন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!! আপনার পুত্র রাজনীতিবিদ হননি, কিন্তু আইসিসির চেয়ারম্যান হয়েছেন – বেশিরভাগ রাজনীতিবিদদের চেয়ে অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পদ!! আপনার সুপুত্র প্রকৃতপক্ষেই খুব শক্তিশালী হয়ে উঠেছে এবং আমি সত্যিই তার এই উচ্চতর কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন জানাই! ধন্য!

রাজনীতির লোকজন মমতার অভিনন্দনবার্তার মধ্যে অন্য রকম ‘তাৎপর্য’ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন, সাদা চোখে না-ধরা পড়লেও মমতার বার্তার মধ্যে কটাক্ষের উপাদানও রয়েছে। কারণ, মমতা ‘পুত্র’ শাহকে অভিনন্দন জানাননি (মমতার বার্তায় জয় শাহের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি)। মমতা অভিনন্দন জানিয়েছেন ‘পিতা’ শাহকে। অথচ, আইসিসির চেয়ারম্যান হয়েছেন ‘পুত্র’ শাহ।

ক্ষমতার জোরেই ২০০৯ সালে ক্রিকেট প্রশাসনে হাতেখড়ি হয় জয় শাহর। আমদাবাদে সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের এগজিকিউটিভ কমিটির সদস্য হয়েছিলেন জয় শাহ। এরপর ২০১৩ সালে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব হন জয় শাহ। ফিনান্স ও মার্কেটিং কমিটির সদস্য হিসাবে ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডে যোগ দেন জয় শাহ। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র হিসেবে জয় শাহকে আইসিসি বোর্ডের অন্যতম প্রভাবশালী বলে মনে করা হয়। তিনি এই মুহূর্তে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক উপ-কমিটির প্রধান।