বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের (DA Agitation) সুর ক্রমেই চড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার কলকাতার রাজপথে এক বিশাল মিছিল আয়োজন করা হয়েছিল। সেই মিছিল ঘিরে এদিন দিনভর সরগরম ছিল হাজরা এলাকা। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছে মিছিল। মিছিলের অভিমুখ ছুঁয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াও। আর এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ করল লালবাজার। মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ২ মাসের জন্য পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত ওই এলাকা দিয়ে কোনও গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কালীঘাটের বেশ কিছু রাস্তায়।
শনিবার হাজরা সংলগ্ন এলাকায় বিরাট মিছিল করেন ডিএ আন্দোলনকারীরা। ওই মিছিল থেকেই চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। মূলত হরিশ মুখার্জ্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় এই স্লোগান তোলা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: SSC Scam: সাত ঘণ্টা ইডি দফতরে শ্বেতা, বেরিয়ে কী বললেন ‘অয়ন-ঘনিষ্ঠ’?
শনিবারের মিছিল ঘিরে আগে থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম রসদ মজুত করা হয়েছিল। এরমধ্যেই শান্তিপূর্ণ মিছিল হয়েছে বলেই দাবি সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে যৌথ মঞ্চের পক্ষ থেকে।
যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। তাই তাঁরা মিছিলের পথ হিসাবে হরিশ মুখার্জ্জি রোডকেই বেছে নিয়েছিলেন। কলকাতা পুলিশ জানিয়েছে, আগামী দু মাস কালীঘাটের যে অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হল, সেখানে এই নিয়ম মানতে হবে।
আরও পড়ুন: DA Protest Rally: ১০০ দিনে DA আন্দোলন, আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মহামিছিল