Mamata Banerjee: no one except mamata banerjee will give reaction on rg kar issue

Mamata Banerjee: আরজি কর নিয়ে মন্তব্য নয়, মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরজি করের ঘটনার পর দলের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, ফোঁস করতে বাধা নেই। কিন্তু দেখা গেছে, ফোঁস করতে দলের কিছু নেতা, মন্ত্রী, বিধায়ক এমন বেফাঁস কথা বলতে শুরু করেছেন যে তাতে সরকার ও দল বিড়ম্বনায় পড়ছে।  শেষমেশ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, ‘আরজি করের ঘটনা নিয়ে যা বলার আমরা বলব, সবাইকে এ নিয়ে মুখ খুলতে হবে না। কোনও সোশাল পোস্টও করা যাবে না। ‘

কখনও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে চিনের জুতো শ্রমিকদের ধর্মঘটের তুলনা, কখনও আন্দোলনকারীদের প্রতি নেতিবাচক মনোভাব করা অথবা তদন্ত নিয়ে নিজেদের ধারণা প্রকাশ – নানা সময়ে দলের একাধিক নেতার মন্তব্যে যথেষ্ট শোরগোল পড়েছে।  বিরোধীরা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছেন। জনতার প্রবল সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। যার জেরে এই মুহূর্তের সবচেয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ছ’দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা জানিয়েছেন, সরকার পক্ষ এই ছ’দফা দাবি মেটানো না-হলে অবস্থান তাঁরা চালিয়ে যাবেন। যদিও সুপ্রিম কোর্ট তাঁদের বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এই আবহে মঙ্গলবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে।  সূত্রের খবর, সেখানেই মন্ত্রীদের আরজি কর-কাণ্ড, চিকিৎসকদের কর্মবিরতি এবং সাধারণ মানুষের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলতে বারণ করে দিয়েছেন। সেখানে আমরা বলতে কারা তা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। তবে ধরে নেওয়া হচ্ছে, আমরা বলতে মুখ্যমন্ত্রী নিজে এবং শীর্ষ আমলা, পুলিশ কর্তা ও তাঁর উপদেষ্টাদের কথা বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজো আসছে। নিজের নিজের এলাকায় থেকে কাজে মন দিতে বলেছেন। এলাকার পরিবেশ, পরিস্থিতি যাতে ভাল থাকে, সে দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, কোনও কোনও এলাকায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সেখানে অতিরিক্ত দায়িত্ব নিয়ে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কে কী বলছে, তাতে কান দিতে বারণও করেছেন।