Mamata Banerjee Plays Cricket on the event of Khelashree

Mamata Banerjee: খেলাশ্রী কর্মসূচির আগে মুখ্যমন্ত্রী ব্যাট হাতে ক্রিকেট খেললেন মমতা

রাজ্যের ক্রীড়াবিদদের খেলাশ্রী  (Khelashree Scheme 2024) প্রকল্পে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী। বল করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’খেলাশ্রী’ প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের ক্রীড়াবিদদের সম্মাননাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তার আগে ‘ধনধান্য’য় বৃহস্পতিবার অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী। ব্যাট হাতে গিয়ে দাঁড়ালেন উইকেটের সামনে। বল করলেন অরূপ বিশ্বাস।

খেলা হবে। ভোটের আগে এই স্লোগানে বাংলায় একেবারে সাড়া ফেলে দিয়েছিল তৃণমূল। তবে এবার একেবারে ব্যাটে বলে খেলা। আর সেই প্রতীকী খেলাতে অংশ নিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। খেলাশ্রী প্রকল্পে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে বিকেল ৪টে থেকে ছিল ওই কর্মসূচি।অনুষ্ঠান শুরুর আগে একটু ক্রিকেট খেলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে বল করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রথম বলটি অবশ্য মুখ্যমন্ত্রীর ব্যাটে লাগেনি। দ্বিতীয় বলটি মুখ্যমন্ত্রীর ব্যাটে লাগে। আর সেটি ক্যাচও ধরে ফেলেন অরূপ বিশ্বাস। এছাড়া এদিন ফুটবলও খেলতে দেখা যায় মমতাকে। নাড়াচাড়া করেন হকি স্টিক নিয়েও।

বারেবারেই খেলাধূলার প্রতি নিজের আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াবিদদের উন্নয়েনর জন্যও বিভিন্ন পদক্ষেপও করেছেন তিনি। তারই অন্যতম ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার প্রদান ও সম্মান জ্ঞাপন এবং রাজ্যের প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান করা হয়। অন্যদিকে আবার বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর মুখে ‘খেলা হবে’ শব্দবন্ধও শোনা গিয়েছে। অতীতে বিধানসভা ভোটের প্রচারের সময়, প্রচার মঞ্চ থেকে বিভিন্ন সময় এই শব্দবন্ধ উচ্চারণ করেছেন তিনি।