Mamata Banerjee signals possible future claim for govt formation by INDIA bloc

Mamata Banerjee: ‘NDA সরকার বেশিদিন টিকবে না, সরকার গড়বে ‘ইন্ডিয়া’ই, ভবিষ্যদ্বাণী মমতার

কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হতে চলেছে, সেই সরকার নড়বড়ে। বেশিদিন টিকবে না। ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, যারা এই মুহূর্তে এনডিএ জোটে রয়েছে, তাঁরা কেউ খুশি নয়। দ্রুত কেন্দ্রে সরকার গঠন করবে ইন্ডিয়া (INDIA) জোট।

উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার পর দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়েছে। তাতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব, রাঘব চাড্ডা, উদ্ধব ঠাকরেদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন তিনি। প্রথম দু’জনের সঙ্গে অভিষেকের বৈঠক হয়েছে দিল্লিতে। তৃতীয়জনের সঙ্গে মুম্বইয়ে গিয়ে বৈঠক করেছেন তিনি। শনিবার মমতা জানান, আপাতত তাঁর এবং ‘ইন্ডিয়া’র শরিকদের রণনীতি ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। অর্থাৎ, পরিস্থিতির দিকে নজর রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। পাঁচ বছর মোদী এই সরকার টেকাতে পারবেন না বলেই মনে করেন তিনি।

মমতা বলেন, ‘‘এটা আপনারা কেউ ভাববেন না যে, ‘ইন্ডিয়া’ এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি। কারণ, মোদীকে কেউ চায় না। এই দেশ পরিবর্তন চায়।’’ লোকসভা ভোটের ফলাফল দেখে মোদীর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও জানান মমতা। তাঁর কথায়, ‘‘এত বড় হারের পর ওঁর উচিত ছিল পদত্যাগ করা। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, পদে থাকতাম না।’’ বিরোধ জোট ‘ইন্ডিয়া’ এবং এনডিএ-র শরিক নেতাদের মধ্যে তুলনাও টেনেছেন মমতা। তিনি বলেন, ‘‘এনডিএ-তে যাঁরা আছেন, তাঁদের চাহিদা অনেক বেশি। আমরা কিছু চাই না। আমরা শুধু মানুষের ভাল চাই।’’

উল্লেখ্য, লোকসভায় ২৯২টি আসনে জয় পেয়েছে এনডিএ। ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধানও এখনও পর্যন্ত তাঁর রাজনৈতিক জীবনে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে শরিক দলগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। তাদের সমর্থনেই রবিবার প্রধানমন্ত্রী হিসাবে মোদী তৃতীয় বারের জন্য শপথ নিতে চলেছেন। মমতা জানিয়েছেন, এখনও পর্যন্ত সেই শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডাক পাননি। পেলেও যেতেন না। নতুন সরকারকে শুভেচ্ছাও জানাবেন না বলে জানিয়েছেন তিনি। তবে শুভেচ্ছা জানাবেন দেশের মানুষকে।

ইন্ডিয়া জোটের শরিকদের উদ্দেশে মমতার বার্তা, “নিজেদের দল সামলে রাখুন। বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে।” মমতার বক্তব্য, “যারা অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে সরকার করছে তাদের জন্য আমার শুভকামনা নেই। বাকিদের শুভেচ্ছা। সবাইকে বলব নিজেদের দল সামলাতে। বিজেপি আবার পার্টি ভাঙতে চাইবে। তবে এভাবে চলবে না, নিজেরাই ভেঙে যাবে। ওরা কেউ খুশি নয়, এটা দেখতে পাচ্ছি।” বিজেপির (BJP) উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “শেষ পর্যন্ত ইন্ডিয়া সরকার হবে। এরা কতদিন। একটু করে নিক। আমরা মানুষের ভালো চাই। দেশে বড়সড় পরিবর্তন, আমরা অপেক্ষায় আছি।”