Mamata Banerjee to visit Jhargram to participate in Adivasi Diwas

Mamata Banerjee: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, বিশ্ব আদিবাসী দিবসে যাচ্ছেন ঝাড়গ্রামে

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ অগস্ট ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান উপলক্ষে আগামী ৮ ও ৯ অগস্ট জঙ্গলমহলের প্রাণকেন্দ্রে থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, এ দফায় দু’দিনের জেলা সফরে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।  সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর।

প্রশাসন সূত্রের খবর, ৮ অগস্ট ঝাড়গ্রামে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাতে থাকবেন। তার ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্রের খবর, বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে। গত বছর বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন ঝাড়গ্রামে বিভিন্ন জনজাতি এবং কুড়মি সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার অবশ্য তেমন সম্ভাবনার কথা শোনা যায়নি।

এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি। তবে দলীয়ভাবে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল (TMC)। আজ, বুধবার ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বরে জেলা তৃণমূলের সভা ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতিসভায় থাকবেন জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা।

জেলা তৃণমূলের তরফে জানা গিয়েছে, অনুষ্ঠানটি সরকারি হলেও সভায় লোকজন যাতে সুষ্ঠুভাবে আসতে পারেন, সেই লক্ষ্য নিয়ে দলীয়স্তরে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর আসার আগে শহরের পুরসভার কাজকর্ম, বিভিন্ন প্রকল্পগুলির অবস্থা নিয়ে দলীয়স্তরে পর্যালোচনা করা হবে।

২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি। এবারে ঝাড়গ্রাম শুধু তৃণমূলে আস্থা রেখেছে তাই নয়, ১ লাখ ৭৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এবারের সফর থেকে জঙ্গলমহল নিয়ে নতুন কী ঘোষণা করেন তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে। জানা যাচ্ছে, সংগঠনের অন্দরেও কিছু রদবদল করা হতে পারে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটের আগেই ঝাড়গ্রামে নেতৃত্ব বদল করেছিল তৃণমূল। বীরবাহা হাঁসদার মতো তরুণ মুখকে সামনে এনে ভাল সাফল্য়ও পেয়েছে দল। সূত্রের খবর, আরও বেশি করে তরুণ মুখকে সামনের সারিতে আনতে চাইছেন নেতৃত্ব।