Mamata Banerjee's flight disturbance: the High Court sought an affidavit from the Center

‘‌বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?’‌, এক মাসের মধ্যে হলফনামা দিতে কেন্দ্রকে নির্দেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। সেই জবাব আগামী দু’ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল।

উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী। ফেরার সময় দমদম বিমানবন্দরে অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনির হয়। দুলতে দুলতে ১০০ মিটার নীচে নেমে আসে বিমানটি। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয় খারাপ আবহাওয়ার জন্য বিমানটিকে নীচে নামানো হয়েছিল।

আরও পড়ুন: বইমেলায় একের পর এক পকেটমারি, পুলিশের জালে অভিনয় জগতের চেনা মুখ

কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, দুটি বিমান মুখোমুখি চলে এসেছিল। তার জেরে বিমান বিভ্রাট হয়। পাইলটের দক্ষতায় তিনি প্রাণে বেঁচেছেন। এই বিষয়টি নিয়ে গত ১০ মার্চ আইনজীবী বিপ্লব চৌধুরী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। হলফনামায় তিনি দাবি করেন, ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট হয়েছিল। আবারও একই ঘটনা ঘটল। তাই এইসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তখন অবশ্য অনেকেই মামলাটি নিয়ে গুরুত্ব দেননি।

কী বলল কলকাতা হাইকোর্ট?‌ আজ, সোমবার মামলার শুনানির সময় বিচারপতি বলেন, ‘‌প্রথমবার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। এবার মুখোমুখি চলে এল দু’টি বিমান। বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হচ্ছে?‌ প্রমাণ–সহ জানাক ডিজিসিএ।’‌ এমনকী আগামী দু’সপ্তাহের মধ্যে অবস্থান জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: সোমবার ইডির দফতরে হাজিরা! একদিন আগেই দিল্লিযাত্রা সস্ত্রীক অভিষেকের