মহালয়ার আগেই বেজে গেল আগমনি সুর। বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখান থেকেই ভারচুয়ালি জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর (Durga Puja in Kolkata) উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শারীরিক অসুস্থতার কারণে এবার আর পুজোর উদ্বোধনে বেরতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের নিরাশ করলেন না মমতা। শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গোটা রাজ্যের মোট ৮০০-র বেশি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
আরও পড়ুন: Ilish Price : জলের দরে ইলিশ, মাত্র ৫০০ টাকায় মিলছে দেদার
ক্লাবগুলির উদ্দেশে তিনি বলেন, “এমনিতে আমি ঠিক আছি। কিন্তু পায়ে একটা চোট আছে। একটা ইনফেকশন হয়ে আছে। ওটা সারতে সময় লাগবে। তাই ডাক্তাররা বেশি হাঁটাহাটি করতে বারণ করেছেন। তাই যেতে পারলাম না”। মমতা তাঁদের বলেন, “যেতে পারলাম না তো কী হয়েছে, আমি মনে মনে তোমাদের সঙ্গেই আছি।”
মমতা জানান, “পা’টা এখনও ব্যান্ডেজ করা আছে। হেলিকপ্টার থেকে যখন পড়ে গিয়েছিলাম তখনই পায়ে চোট পেয়েছিলাম। বিদেশে যখন গেলাম তখন আমাদেরই ভুল,পাটা নিয়ে খুব চলতে হয়েছিল। চিকিৎসকরা আমাকে বলেছেন আরও কয়েকদিন পা’টাকে বিশ্রাম দিতে।
উল্লেখ্য, প্রতি বছর মহালয়ার আগে থেকে বিভিন্ন মণ্ডপে হাজির হয়ে পুজোর উদ্বোধন করেন মমতা। এমনকি, চেতলা অগ্রণীর মতো একাধিক মণ্ডপে প্রতিমার চোখও আঁকেন। কিন্তু তাঁর অসুস্থতার কারণে এ বার সেই রীতিতে ছেদ পড়ল।
আরও পড়ুন: IPC Bill 2023: ‘ঘুরপথে আরও কড়া রাষ্ট্রদ্রোহ আইন ফেরানো হচ্ছে’, দণ্ড সংহিতা বিল নিয়ে আপত্তি মমতার