পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চিকিৎসকদের জন্য এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে। রাজারহাটের RG Kar মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদের সমস্যা এবং দাবি নিয়ে মুখ খুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো চিকিৎসকদের অভ্যন্তরীণ সমস্যাগুলো জানিয়ে তাদের সুবিধা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যত্নশীল, এবং বর্তমানে চিকিৎসকরা যে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। RG Kar হাসপাতালের চিকিৎসকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শোনার জন্য একটি বিশেষ সভার আয়োজন করেছেন। এই সভায় চিকিৎসকরা তাদের কাজের পরিবেশ, সুবিধা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের মনের কথা প্রকাশ করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “চিকিৎসকরা দেশের নায়ক। তাদের চাহিদা এবং সমস্যাগুলো সঠিকভাবে জানার চেষ্টা করছি।” তিনি আরও উল্লেখ করেছেন, “বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে আমি সব সময় মনোযোগী। আজকের সভাটি তাদের সাহায্যের জন্যই।”
এছাড়াও, বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো এই সভায় অংশগ্রহণ করবে এবং তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধার দাবি জানাবে, যেমন: বেতন কাঠামো, কর্মঘণ্টার মান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, এবং অন্যান্য সুযোগ সুবিধা।
এটি রাজ্যের চিকিৎসকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সদয় মনোভাব এবং তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শন, যা ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানান, ‘চিকিৎসার অপর নাম সেবা’ – এই শীর্ষ একটি অনুষ্ঠান হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর জি কর আবহে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সাময়িক দূরত্ব ঘোচাতে মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি।