দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই সাজো সাজো রব রেড রোডে। শুক্রবার সেখানে প্রতিমা নিয়ে হাজির হবেন একের পর এক সেরা পুজোর উদ্যোক্তারা। কার্নিভালকে ঘিরে রেড রোডের পাশাপাশি শহর কলকাতার একাধিক রাস্তায় শুক্রবার দিনভর যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এ বারের কার্নিভালে অংশগ্রহণ করবে ৯৬টি পুজো। গত বছরের তুলনায় পুজোর সংখ্যা সে ভাবে না কমায় প্রায় ঘণ্টা চারেক রেড রোডে অনুষ্ঠান চলবে বলে অনুমান পুলিশকর্তাদের। সেই অনুযায়ী যাবতীয় পরিকল্পনা করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। বৃহস্পতিবার জারি করা এক নির্দেশিকায় কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, কার্নিভালের জন্য আজ দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, কুইন’স ওয়ে, এসপ্লানেড রো, পলাশি গেট রোড।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ন’টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে রেড রোডের যান চলাচল। যান নিয়ন্ত্রণ হবে খিদিরপুর রোড ও ডাফরিন রোডেও। পাশাপাশি, পার্কিংয়ের ক্ষেত্রেও থাকছে একাধিক বিধিনিষেধ। মেয়ো রোড, ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু রোড, কুইন’স ওয়ে, বেন্টিঙ্ক স্ট্রিট, হেয়ার স্ট্রিট-সহ রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় ওই বিধিনিষেধ বলবৎ হবে।
কার্নিভ্যালে রেড রোডে থাকছে ৫০০ পুলিশ। সঙ্গে রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ। থাকছেন ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার। চারটি ওয়াচ টাওয়ার দিয়েও নজরদারি চালানো হবে। বালির বস্তার তৈরি বাঙ্কার রাখা হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে কার্নিভ্যাল দেখার ব্যবস্থা থাকছে।
সকাল ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে রেড রোড।শোভাযাত্রা শুরু বিকেল চারটে থেকে। বেলা ১২টা থেকে পুজো কমিটিগুলি মণ্ডপ থেকে শোভাযাত্রা নিয়ে বের হবে। কার্নিভ্যালের পর বিসর্জনের জন্য ঘাটগুলির নিরাপত্তা-সহ ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম।
লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা গোটা রেড রোড পরীক্ষা করেছেন। পুলিশ কুকুর, মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হয়েছে। কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।’’