সবজি বাজারে আপাতত কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। দাম কমল একাধিক সবজির। টমেটো, ফুলকপি-সহ একাধিক সবজির দাম কমেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন শীতের ফসল বাজারে আসতেই তুলনামূলক ভাবে সবজিগুলির দাম কমছে। কারণ শীতে ফসলের বিভিন্নতা অনেকটা বেশি পরিমাণে থাকে। যার জেরে বাজারে দাম কমে সবজির। এই মরশুমেও তাই হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি তাঁদের বক্তব্য, খুব শীঘ্রই এই দাম আরও কমবে।
উৎসবের মরশুমে গত ২ মাস ধরে লাগাতার অগ্নিমূল্য ছিল সবজি। তবে শীতের সবজি বাজারে আসতেই দাম কমতে শুরু করেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে বড় ধরনের কোনও প্রভাব রাজ্যে পড়ায় সবজি চাষেও ক্ষতি হয়নি। ফলে পর্যাপ্ত সবজি বাজারে আসতে শুরু করেছে।
আরও পড়ুন: Nimtala: বান আসছে! ঘোষণা উপেক্ষা করে তলিয়ে গেলেন ৬, একটি মৃতদেহ উদ্ধার
আর তাতেই সবজির দাম কমতে শুরু করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।সাধারণ সবজি যেমন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সবুজ মটরশুটি, ক্যাপসিকাম, গাজর এবং শিমের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
ব্যবসায়ীদের আশা, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতকালীন শাক-সবজির আরও বেশি পরিমাণে বাজারে ঢুকবে। পশ্চিমবঙ্গ ভেন্ডরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্য সরকারের বাজার টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, এখনও পর্যন্ত রাজ্যে সবজি উৎপাদনের মাত্রা ভালোই রয়েছে। আবহাওয়া ভালো থাকলে সবজির উৎপাদন আরও ভালো হবে।
আরও পড়ুন: ফোঁটা নিতে মমতার বাড়িতে শোভন-বৈশাখী, মুকুল, নেই পার্থ