উত্তর ২৪ পরগনার কৈখালিতে ফ্ল্যাট থেকে উদ্ধার মধ্যবয়স্ক মহিলার বিবস্ত্র দেহ। তাঁর হাতের শিরা কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতেই মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে বুধবার গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার সকালে এয়ারপোর্ট থানায় একটি ফোন আসে। জানানো হয়, কৈখালির সংহতি পার্ক এলাকার একটি বাড়ির ভেতর থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ দেখে ফ্ল্যাটের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। নীচ থেকে রক্ত বেরিয়ে আসছে। দরজায় কড়া নাড়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। কিন্তু দরজা হালকা করে ভেজানো ছিল। ঠেলা দিতেই দরজা খুলে যায়।
আরও পড়ুন: National Medical College: কড়ি ফেললেই এমবিবিএস ডিগ্রি! বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ
ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখতে পান, বাথরুমের ভেতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রানি সুরানা। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে আরেক অত্যাশ্চর্য ঘটনা। বাড়ির মালিক রিশা রায় জানিয়েছে, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তিনতলায় মালিকের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেই সময় ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে মালিক রিশা রায় পুলিসকে কোনও কিছুই জানাননি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক মৃত ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেও পুলিসকে খবর দিলো না? এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিস।
বিধাননগরের ডিসি জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা বলেই মনে হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বলা সম্ভব হবে কী হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে’।
আরও পড়ুন: Student Death: যাদবপুরে নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু তদন্তে পুলিশ