বিজেপির পশ্চিমবঙ্গ ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসা (Poll Violence) নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মোদী।
পঞ্চায়েত ও জেলা পরিষদের কর্মীদের ক্ষমতা ও কাজের এক্তিয়ার বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “জেলা পরিষদের অধ্যক্ষ রাজ্যের ক্য়াবিনেটের থেকেও বেশি ক্ষমতা রাখেন, অনেক কাজ করতে পারেন। বিজেপির কার্যকর্তা হিসাবে আপনারাও জেলায় জেলায় নিজের কাজ, ভাল ব্যবহার দিয়ে আপনারা সাধারণ মানুষের মন জিতছেন। সেই কারণে মানুষও আপনাদের উপরে বারংবার আস্থা প্রকাশ করছে। প্রয়োজন পড়লে বিজেপির কর্মীরা নিজেদের রক্ত দিয়ে লড়াই করেছেন।”
এরপরই পশ্চিমবঙ্গে প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী বলেন, “বিজেপি কর্মীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা যেভাবে ভারতমাতার জন্য, রাজ্য়ের উন্নতির জন্য় সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন, তা এক প্রকারের সাধনা। নিজেদের তিলে তিলে জ্বালিয়ে পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফেরানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে সদ্য় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তৃণমূল খুনের খেলা খেলেছে। গোটা দেশ তার সাক্ষী রয়েছে।”
আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: স্যুপ খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিকেলে দেওয়া হতে পারে আমের রস
প্রধানমন্ত্রী মোদীর আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান, দেশবাসী কষ্টে ভুগুক, মারা যাক, শুধুমাত্র বিজেপির সম্মৃদ্ধি হোক। বিজেপি এই চিন্তাধারা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না।”
আবাস যোজনায় দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর মোদীর আক্রমণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি দুর্নীতির ইস্যু তুলতে পারেন না, কারণ আপনি নিজে একাধিক ইস্যুতে ঘিরে রয়েছেন। আবাস থেকে শুরু করে রাফাল। এগুলো ভুলে যাবেন না। আপনি কখনও কখনও সাধারণ মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু সবসময় বোকা বানাতে পারেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি নিজের দলের লোকজনেদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেন না, যারা দুর্নীতিতে জড়িত, চরিত্র নিয়ে আক্রমণ করেন। সব জায়গায় অশান্তি হচ্ছে। আপনাদের কর্মীরা বাংলাতে ১৬-১৭ জনকে খুন করেছে। আর আপনি হাওয়া দিচ্ছেন। সঠিকভাবে আচরণ করুন।”