এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে শুরু করল রাজ্য সরকার৷ সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর পরিকল্পনা করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর৷
জানা গিয়েছে, ইতিমধ্যে এ নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। সূত্রের খবর, তার পরেই বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন। সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর যে সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার, তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মহল থেকে প্রতিক্রিয়া উঠে এসেছে। এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে।
আরও পড়ুন: SSC Scam: স্কুলের চাকরি থেকে বরখাস্ত মন্ত্রীর মেয়ে, পুরো বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের
বিশিষ্টদের একাংশ বলছেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো হলে শিক্ষাঙ্গনে প্রবল ভাবে রাজনীতি ঢুকে পড়বে। বিরোধী রাজ্যনৈতিক দলগুলি বলছে, শিক্ষাঙ্গনের সমস্ত বিষয়ে ‘খবরদারি’ করার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল সরকার। আখেরে এতে শিক্ষাঙ্গণের পরিবেশের ক্ষতি হবে। তেমনি বিপক্ষও মত-ও উঠে আসছে। তাঁরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
সম্প্রতি ভিজিটর হিসেবে ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একাধিক তথ্য চেয়ে পাঠান রাজ্যপাল।ভিজিটর পদে থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির দৈনন্দিন কাজে সেভাবে হস্তক্ষেপ করতে পারতেন না রাজ্যপাল৷ কিন্তু ভিজিটর হিসেবে বিভিন্ন তথ্য চেয়ে পাঠাতে পারতেন তিনি৷ আবার ভিজিটরকে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও আয়োজন করা সম্ভব নয়৷ তার জেরেই রাজ্য সরকার ভিজিটর পদে বদল করতে চায় বলে খবর৷
আরও পড়ুন: Victoria Memorial Metro: ভিক্টোরিয়ায় মেট্রো! সৌধের সামনে স্টেশন তৈরির ছাড়পত্র কর্তৃপক্ষের