নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তবে সিবিআইয়ের মামলায় জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর হওয়ায় মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী নথি (হার্ড কপি) পাচ্ছেন না বলে অভিযোগ। তাঁদের ডিজিটাল নথি দেওয়া হয়েছে। তা নিয়ে মঙ্গলবার বিচার ভবনে বিচারকের কাছে ধমকও খেতে হয় ইডিকে। তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারক বলেন, “আপনাদের জন্যই দেরি হচ্ছে।”
এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্ত রয়েছেন। ইডি যে ডিজিটাল নথি দিয়েছে, সেখানে পুরো বিষয়টিই রয়েছে। কিন্তু আইনজীবীদের বক্তব্য, ডিজিটাল নথি দেওয়ার ফলে তাঁদের মক্কেলের অংশটুকু খুঁজে বার করতে সমস্যা হচ্ছে। সেই কারণে তাঁরা হার্ড কপি চাইছেন। যা ঘিরে জটিলতা তৈরি হয় মঙ্গলবার।
সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে পার্থের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়া হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন পার্থ। এই অবস্থায় মঙ্গলবার নিম্ন আদালতে শুনানির সময় জানা যায়, বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী নথি পাচ্ছেন না বলে অভিযোগ।
আদালত সূত্রের খবর, মঙ্গলবারও এ ব্যাপারে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি ইডি। এতেই ক্ষুব্ধ বিচারপতি ইডিকে তীব্র ভর্ৎসনা করে বলেন, বুধবারের মধ্যে আদালতে সমস্ত নথি পেশ করতেই হবে। প্রয়োজনে সারারাত বসে কাজ করুন।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে। তবে এখনও চার্জ গঠন হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে। জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এই অবস্থায় মঙ্গলবার বিচার ভবনে শুনানির সময় বিচারক জানিয়েছেন, ছুটির মধ্যেই এই মামলার শুনানি চলবে।