PIL in the High Court seeking revocation of the decision on Biswa Bangla logo on school dress

Biswa Bangla logo: স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো, বিরোধিতায় হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

স্কুলের পোশাক নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর নির্দেশ দিয়েছে সমগ্র শিক্ষা মিশন (এসএসএম)। এই লোগো ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি।

আদালত সূত্রে জানা গিয়েছে, বাম ছাত্র সংগঠন AISF-এর তরফে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলার শুনানি হতে পারে এই সপ্তাহেই। মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের রং কেন ব্যবহার হবে স্কুলের পোশাকে? কেন তাতে থাকবে বিশ্ব বাংলার লোগো। এভাবে শিশুদের নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।

মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘স্কুলের পোশাক নীল-সাদা করার বিষয়টি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পোশাকের বুকে বা বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার বিষয়েই আপত্তি রয়েছে।’’ মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে।

আরও পড়ুন: Trangra Fire: ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল ট্যাংরার আগুন, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মমতার

রবিবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে নীল ও সাদা রঙের পোশাকের সঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। পড়ুয়ারা আগের স্কুলের ব্যাগ এবং জুতো পাবে। ব্যাগের উপরেও থাকবে সরকারি লোগো।

মামলাকারীর যুক্তি, বিশ্ব বাংলার লোগোটি যেহেতু বিভিন্ন সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই ওই লোগোটির বদলে স্কুলের লোগো ব্যবহার করতে দেওয়া উচিত। এই মামলার শুনানি হতে পারে ৩১ মার্চ।

আরও পড়ুন: ‘‌বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?’‌, এক মাসের মধ্যে হলফনামা দিতে কেন্দ্রকে নির্দেশ