R G Kar: Kolkata's RG Kar hospital doctor wasn't gangraped, Sanjay Roy only suspect, finds CBI: Report

R G Kar: সঞ্জয় একাই ধর্ষণ-খুন করেছে, গণধর্ষণের দাবি উড়িয়ে চার্জশিট গড়ছে সিবিআই

আরজি কর কাণ্ডে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের। সূত্রের খবর, নির্যাতিতা গণধর্ষিত নন। সিবিআই বলছে, ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখে একথা নিশ্চিত, যে গণধর্ষণ হয়নি আরজি করে। একমাত্র সঞ্জয় রায়ের শরীরের নমুনাই পাওয়া গেছে নিহত চিকিৎসকের শরীর থেকে। ফলে একথা মনে করা যায়, সেই রাতে সঞ্জয় একাই ধর্ষণ করে খুন করেছে তরুণী চিকিৎসককে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই জোরালো ছিল গণধর্ষণের দাবি। নির্যাতিতার পরিবারের তরফ থেকে তো বটেই, জনমানসেও এই ধারণাই ছিল যে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তরুণীকে, তা কারও একার পক্ষে সম্ভব নয়। পুলিশও গণধর্ষণের সম্ভাবনা খারিজ করেনি প্রাথমিক ভাবে।  তবে সিবিআই তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, গণধর্ষণের তত্ত্ব তেমন জোরালো ভাবে দাঁড় করানো যাচ্ছে না তদন্তে। এক সপ্তাহ আগে, ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও সিবিআইকে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আরজি করে গণধর্ষণ হয়নি। সঞ্জয় রায়ই একাই ধর্ষণ ও খুন করেছে।

শুক্রবার ইন্ডিয়া টিভি’র একটি প্রকাশিত তথ্য বলছে, কেন্দ্রীয় ফরেনসিক বিভাগ তথা সিএফএসএল টিম আলাদাভাবে ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ পরীক্ষা করেছে (Kolkata Doctor’s Rape Case)। তাতে একজনের যুক্ত থাকার প্রমাণই মিলেছে, একাধিক জনের নয়। তাই গণধর্ষণের যে সন্দেহ করা হচ্ছে তা ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছিল সিবিআই-এর প্রাথমিক রিপোর্টে। তবে সেই রিপোর্টকে চূড়ান্ত বলে ধরা হয়নি। এর পরে সিবিআই ফরেন্সিক রিপোর্ট একাধিক এক্সপার্টদের দিয়ে যাচাই করিয়েছে। তার পরেই চার্জশিট গড়ার প্রস্তুতি শুরু হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি এইমস হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করে সিবিআইকে পাঠিয়েছে রিপোর্টটি। সূত্রের খবর এমস এই বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তদন্তের ফাইনাল রিপোর্ট সামনে আনতে পারবে সিবিআই। অভিযুক্ত হিসেবে অন্য কোন কারো নাম পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। অর্থাৎ গণধর্ষণ নয় বলেই দাবি।