Rain Forecast : torrential rain is comming within 3 hours

আসছে বৃষ্টি, মহালয়ায় ভাসবে উত্তরবঙ্গ,পুজোয় তেমন বৃষ্টি হবে না, বলছে হাওয়া অফিস

আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরের পাঁচ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। ঘণ্টা তিনেকের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। সারাদিনে বৃষ্টি হয়নি। এমনকী দক্ষিণবঙ্গেও দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

রবিবার মহালয়া। দিনভর পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে আজ থেকেই বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায়।পুজোয় তেমন বৃষ্টি হবে না বলেই স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস।