Rg kar : accused sanjay want to read gita in cell

Rg kar : জেলে গীতা পড়ার আবদার আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের

Ôএকেই বলে ‘ভূতের মুখে রাম নাম’। আর জি কর কাণ্ডে যার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে, সেই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় জেলে মনের শান্তি পেতে ‘গীতা’ পড়তে চায়।  সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিরাপত্তা রক্ষীদের কাছে সে অনুরোধ করেছে তাকে গীতা পড়তে দেওয়া হোক। তাকে দেওয়া হোক একটি গীতা।

সঞ্জয় সংস্কৃত জানে না। তাই বাংলায় গীতা দেওয়ার জন্য নিরাপত্তা রক্ষীদের কাছে আবেদন করেছে সে। সঞ্জয়ের মুখে এই আবদার শুনে রীতিমতো অবাক হয়ে যান নিরাপত্তা রক্ষীরা। সঞ্জয়ের আবদার শুনে তাঁরা জানিয়েছেন, বিষয়টি তাঁরা মাথায় রাখছেন। সংশোধনাগারের লাইব্রেরি খুঁজে দেখা হবে।

জেল সূত্রের খবর, সঞ্জয়ের মতো একজন অভিযুক্ত ‘গীতা’ পড়তে চাইছে, তা শুনে রীতিমতো হতবাক কারারক্ষীরা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের মধ্যেই ঠাট্টা-মস্করা শুরু করেছেন। রক্ষীরা দেখেছেন, জেল যাত্রার দিন থেকেই সিভিক সঞ্জয়ের সংবাদপত্রের প্রতি তেমন ঝোঁক নেই। গত কয়েকদিন যাবৎ তার সেলের বাইরে সংবাদপত্র ঝোলানো থাকলেও সেদিকে তার কোনও আগ্রহ দেখা যায়নি। প্রতিদিন জেলে তিন রাউন্ডের গুনতির সময় তার সেলের কাছে কারারক্ষীরা এসে রোলকল করলে সে ‘ইয়েস স্যার’ বলে। তারপরই সে আবার নির্জন সেলের এক কোণে গিয়ে বসে থাকে। জেলের একটি সূত্র থেকে জানা যায়, সঞ্জয়ের নেশা ছিল মোবাইল ঘাঁটা। তার মোবাইলে প্রচুর অশ্লীল ভিডিও স্টোর করা ছিল। কিন্তু গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবেই তার হেফাজতে নেই মোবাইল ফোনটি। এই অবস্থায় মোবাইলের অভাব মেটাতে সঞ্জয় গীতায় ডুব দিতে চাইছে।