RG Kar: Arrested Civic volunteer of RG Kar case claimed he is innocent and state govt conspired against him

RG Kar: ‘সরকারই ফাঁসাচ্ছে, আমি ধর্ষণ-খুন করিনি’, চার্জ গঠনের পর প্রিজন ভ্যান থেকে চিৎকার সঞ্জয়ের

আরও এক বার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার পর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে ধৃত সিভিক চিৎকার করে বলতে থাকেন, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।” একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ‘ফাঁসানোর’ অভিযোগও তুলেছেন তিনি।

ধর্ষণ ও খুনের ধারায় আজ চার্জ গঠন হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে। আরজি কর খুন ও ধর্ষণের মামলায় রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠনের প্রক্রিয়া হয়। শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ বিচারক অনির্বাণ দাসের এজলাসে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিককে।

সিবিআই ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল। সূত্রের খবর, বিচারকের সামনে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন ধৃত সঞ্জয়।

এদিন আদালত থেকে বেরনোর সময়ে অভিযুক্ত সঞ্জয় বলেন, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ (ধর্ষণ) অ্যান্ড (এবং) মার্ডার (খুন) করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”