RG Kar: Father and mother of RG Kar victim has opened a facebook page seeking justice

RG Kar: ‘বিচার’ চেয়ে এ বার ফেসবুক পেজ খুললেন আরজি করে নির্যাতিতার বাবা-মা, থাকবেন শুক্রবারের জুনিয়রদের মিছিলেও

৮ অগস্ট থেকে ৫ ডিসেম্বর। দেখতে দেখতে প্রায় ৪ মাস অতিক্রান্ত। এখনও আরজি কর কাণ্ডের সুরাহা না হওয়ায় এবার বিচার চেয়ে ফেসবুকে পেজ খুললেন নির্যাতিতা চিকিৎসকের মা ও বাবা।  ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আরজি কর ভিক্টিম’ নামক ওই পেজের শুরুতেই নির্যাতিতার মা বাবা জানিয়েছেন, বিচার চাইতে, নিজেদের যন্ত্রণার কথা জানাতে, আর যেন এরকম ঘটনা না ঘটে, সেজন্যই তাঁরা সোশ্যাল মাধ্যমে এই পেজ খুলেছেন।

পেজটির ভূমিকায় তাঁরা লিখেছেন, ‘আমার মেয়ের সুবিচার চাই। মেয়ের জন্য লড়াই করছি। সত্য এবং বিশ্বস্ততার জন্য লড়াই করছি। আমাদের সঙ্গে থাকুন যাতে আর কোনও পরিবার এভাবে ষন্ত্রণা না পায়।’ তাদের আহ্বান, ‘অবিচারের দুনিয়ায় আশার আলো জাগাতে চলুন একসঙ্গে লড়াই করুন।’ ওই পেজেই একটি ভিডিয়োবার্তাও দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। দেশবাসীকে আহ্বান জানিয়ে তাঁরা বলেছেন, ‘‘চার মাস হয়ে গেল, আমাদের মেয়ের সঙ্গে গত ৯ অগস্ট রাতে কী হয়েছিল, এখনও আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। ওদের তদন্তে আমাদের আস্থা ছিল না। তাই আমরা হাই কোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানাই। এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু তার পরেও চার মাসে কিছু জানা গেল না। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’’

নির্যাতিতার বাবা-মা আরও বলেছেন, ‘‘আমরা খুব যন্ত্রণায় দিন কাটাচ্ছি। আমাদের মেয়ে এত দিন ধরে যা কিছু করেছিল, নিজের দমে করেছিল। ৯ অগস্ট ওর সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সেই সঙ্গে আমাদেরও সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আমরা বিচার পাচ্ছি না। সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে থাকুন। সারা দেশে আবার আওয়াজ উঠুক, আমরা যেন বিচার পাই। এটাই সকলের কাছে আমাদের নিবেদন। আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই আমরা বিচার পাব।’’

গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে নৃশংস ধর্ষণ হত্যার শিকার হয়েছিল ডাক্তারি ছাত্রী। ঘটনার প্রতিবাদে কলকাতা, রাজ্য ছাড়িয়ে একসময় আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও।বিচার চেয়ে একাধিকবার রাত জাগো আন্দোলনও রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে আন্দোলন কমেছে তাতে বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে তাঁরা যে শঙ্কিত, সেকথাও এদিন ভিডিও বার্তায় জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, আগামী সাত তারিখ অর্থাৎ শনিবার দুপুর তিনটেয় ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত হবে। সেখান থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করা হবে। কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয়া মঞ্চ-সহ সমস্ত নাগরিক সংগঠনকে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিলে নির্যাতিতার বাবা-মাও থাকবেন বলে খবর।