বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। তার পাশাপাশি লক্ষাধিক টাকার ওষুধ তো নষ্ট হয়েছেই, জরুরি চিকিৎসা সরঞ্জামও ভেঙে দেওয়া হয়েছে। এই হামলা ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজি করের নার্সরা। তাঁদের আশঙ্কা, ফের হামলা হতে পারে।
বৃহস্পতিবার, গতকালকের হামলা নিয়ে ভয়াবহ অভিযোগ আনলেন এসএনসিইউ বিভাগের এক নার্স। সঙ্গীতা নামের ওই নার্স জানান, প্রায় শ’দুয়েক লোক এসে হামলা করেছিল কাল। সকলেই প্রায় মাস্ক পরা। তারা বলে, ‘আজকে দেখে গেলাম, কাল ধর্ষণ করে রেখে যাব। মা-বোন-বাচ্চা কাউকে ছাড়ব না।’
সঙ্গীতা বলেন, ‘এখনও আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি, কর্তপক্ষকে সময় দিচ্ছি, নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য। সেই ভরসা লিখিতভাবে পেলে তবেই নাইট ডিউটিতে আসার কথা ভাবব। এই হুমকির মুখে কাজ করা সম্ভব নয়। কালকে পুলিশের যে রূপ দেখেছি, আমরা একেবারেই ভরসা পাচ্ছি না কাজ করার।’
ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ছিলাম আমি। আমাকে ও আমাদের অনেক কর্মীকে বলা হয়, আজ বাচ্চাদের ওয়ার্ড ভেঙেচুরে গেলাম, কাল মা-বাচ্চা-বোন কাউকে ছাড়ব না। পুলিশ আমাদের কোনও নিরাপত্তা দিতে পারেনি, সেটাও ওরা দেখেছে। সেটা দেখেই এই হুমকি।’
সঙ্গীতা বলেন, ‘আমরা নিজেরা চোখে দেখেছি, এমার্জেন্সি পুরো ভেঙেচুরে শেষ করে দিয়ে গেছে। তার পরে ওপরে উঠছিল ওরা, ইএনটি বিভাগ পর্যন্ত উঠতে পারে, সেখানেও ভাঙচুর করে। চেস্ট ডিপার্টমেন্ট অবধি যাওয়ার চেষ্টা করছিল, পারেনি। ওদের যারা আটকেছিল তারা কেউ পুলিশ বা নিরাপত্তারক্ষী নয়। ডাক্তার, ছাত্ররাই আটকেছিল।’