Rujira Banerjee: Abhishek Banerjee's Wife Rujira Banerjee to face ED Interrogation in bengal recruitment case related investigation

Rujira Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা, নিয়োগ মামলায় শুরু জিজ্ঞাসাবাদ

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার বেলা ১০টা ৫৭মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। অভিষেক ঘরনির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডি দপ্তর

এর আগে কয়লা পাচার মামলায় রুজিরার নাম উঠে এসেছিল। প্রশ্ন উঠেছিল বিদেশে থাকা রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে। সেই মামলাতেও হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী। তবে নিয়োগ মামলায় এটাই প্রথম হাজিরা তাঁর। নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম সামনে আসার পরই একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। রুজিরা বাদে পরিবারের বাকি তিন সদস্য়ই হাজিরা এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন: Sourav Ganguly: কলকাতায় ফিরেই রাম- বামের ছোড়া বাউন্সারে সিক্স হাঁকালেন সৌরভ

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার লেনদেন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। সে কারণেই ওই সংস্থার কর্তাদের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য চেয়েছিল হাইকোর্ট। এরপরই নোটিস যায় অভিষেকের পরিবারের সদস্যদের কাছে। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্রীয় সংস্থা যে সব নথি চেয়েছে, তা দিতেই হবে অভিষেককে। মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল আদালত। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি করে ইডি দফতরে পৌঁছে দেওয়া হয়েছে নথি। আর আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেকের স্ত্রীকে। সূত্রের খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তাঁর কী ভূমিকা ছিল, লেনদেনের বিষয়ে তিনি কিছু জানতেন কি না, তা নিয়েই প্রশ্ন করা হবে রুজিরাকে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সারা দেশ জুড়ে সিবিআই-ইডি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এত বছর ধরে সমাজে যেভাবে দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষ হতাশ। সেই দুর্নীতি সাফ করা হচ্ছে। যাকে মনে হচ্ছে ডাকলে তথ্য পাওয়া যাবে, তাঁদের ডাকা হচ্ছে।’ যদিও এই তলবের পিছনে রাজনীতি ছিল বলে অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুন: WB CM: ১৯ দিন পর মহালয়ায় বাড়ির বাইরে বেরোবেন মুখ্যমন্ত্রী! ভারচুয়ালি একদিনেই জেলার পুজোর উদ্বোধন