বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হচ্ছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি, নবান্ন প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে, সেই জেলা থেকে কত জন ইউক্রেনে আটকে রয়েছেন তার তালিকা পাঠাতে। সেই তালিকায় উল্লেখ করতে হবে নাম, ইউক্রেনে আটকে থাকার ঠিকানা, পাসপোর্ট নম্বর ও ফোন নম্বর।সূত্রের খবর, নবান্নের সঙ্গে প্রতিনিয়ত যোগ রয়েছে দিল্লির বিদেশ মন্ত্রকের। বাংলার বাসিন্দারা ইউক্রেন থেকে যাতে নির্বিঘ্নে ফিরতে পারেন, সে জন্য এ বার চালু হয়ে গেল কন্ট্রোল রুম-সহ হেল্পলাইনও।
আরও পড়ুন: প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পড়াশোনার কারণে বিশেষত, ডাক্তারি পড়তে ইদানীং ইউক্রেনে পড়তে যাওয়ার চল তৈরি হয়েছে। বহু ছেলেমেয়ে দ্বাদশ শ্রেণির পর ইউক্রেনকেই গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। সেই ইউক্রেনেই এখন বারুদের গন্ধ। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এই অবস্থায় হাজার দুয়েক পড়ুয়া-সহ ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো গেলেও, এখনও সে দেশেই আটকে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক। সিংহ ভাগই পড়ুয়া। তাদের মধ্যে বহু পড়ুয়া ও ভারতীয় নাগরিকদের বাড়ি বাংলায়। বিভিন্ন নেটমাধ্যমে তাঁরা ইউক্রেন থেকে সাহায্যের আবেদন করছেন।
আরও পড়ুন: RG Kar : আরজিকর হাসপাতালে হদিশ মিলল চমকে দেওয়া গুপ্তধন!