sandip ghosh abhijit mondal got bail in RG kar case

RG kar case: আরজি কর মামলা : চার্জশিট দিতে পারল না সিবিআই! জামিন পেলেন সন্দীপ, অভিজিৎ

চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুক্রবার আরজি কর মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক-পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিজিতের বিরুদ্ধে অন্য কোনও মামলা নেই।

মিডিয়া ট্রায়ালে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারা সবাই একে একে ছাড়া পাবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একটা বড়ো অংশ। তাদের বক্তব্য কেবল স্টুডিওতে বসে কাউকে কারাগারে ঢোকানো যায় না কিংবা ফাঁসিতে ঝোলানো যায় না। এই মামলায় সন্দীপকে স্যাজ দেওয়ার মতো তেমন কোনো প্রভিশন খোলা ছিল না। হতে পারে তিনি শাসক দলের ঘনিষ্ট, এও হতে পারে যে তিনি প্রাথমিকভাবে চেয়েছিলেন তার হাসপাতালের সুনাম বজায় রাখতে। কিংবা এই হত্যাকান্ড ও ধর্ষণে তার মদত আছে তা কোনোভাবে প্রমান ওরা যাবে না। এক্ষেত্রে এগিয়ে থাকা বলে দাবি করা মিডিয়ার বিরাট বড় ভূমিকা রয়েছে।