পরিবারে সরস্বতী পুজো (Saraswati Puja) করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নিজের বাড়িতে স্ত্রী, মেয়ে, ছেলেকে নিয়ে পুজো করলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
বৃহস্পতিবার নিজের বাড়ির সরস্বতী পুজোর অনুষ্ঠানে্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছবি পোস্ট করার পাশাপাশি রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘বিমল মানসসরসবাসিনী,/শুক্লবসনা শুভ্রহাসিনী,/বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী/কমলকুঞ্জাসনা,/ তোমারে হৃদয়ে করিয়া আসীন…’ জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতী মেধা-প্রজ্ঞা ও কারুকলার অধিষ্ঠাত্রী দেবী।
সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) দিন নস্টালজিয়ায় ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে (Red Road) সরকারি অনুষ্ঠান সেরেই পৌঁছে গেলেন নিজের কলেজ যোগমায়া দেবীতে (Jogamaya Devi College)। সেখানে আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় অংশ নিলেন তিনি। দেখা করলেন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। কথা বললেন পড়ুয়াদের সঙ্গেও। গানে গানে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। ছাত্র ছাত্রীদের প্রসাদ বিতরণ করতেও দেখাগিয়েছে তাঁকে। পড়ুয়ারাও মুখ্যমন্ত্রীকে পেয়ে বেজায় খুশি। বসন্ত পঞ্চমীর দিন একেবারে অন্য মেজাজে ধরা পড়লেন তিনি।
বৃহস্পতিবার পুজোর আসরে পাঞ্জাবি পরে পুজোতে অংশ নেন সাংসদ। ছেলে আয়াংশ ও মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। ছোট্ট আজানিয়া পুজোর আসরে বসে শাঁখ বাজান। ছেলে আয়াংশের মাথায় স্নেহের চুম্বন করেন সাংসদ। এদিন দেবী সরস্বতীর কাছে দেশের সমস্ত পড়ুয়ার ভবিষযত যাতে উজ্জ্বল হয়, তাই নিয়ে প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।