Saurav Ganguly Daughter Sana Ganguly tests positive, in home isolation

আবারও করোনার থাবা সৌরভের পরিবারে! রিপোর্ট পজিটিভ সানার, আক্রান্ত পরিবারের একাধিক সদস্য

করোনাভাইরাসে আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। বুধবার সকালের দিকে তাঁর রিপোর্ট পজিটিভি আসে। আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন সানা। গাঙ্গুলি পরিবারের আরও কয়েকজন সদস্য করোনা (Cororna) আক্রান্ত। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) কাকা, খুড়তুতো ভাই, তাঁর স্ত্রীরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিত হয়েছেন BCCI সভাপতির আপ্ত সহায়কও।

গত বছরের শেষ লগ্নে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ। করোনাকে হারিয়ে বছরের শেষদিনে বাড়ি ফেরেন সৌরভ। আপাতত তাঁকে ১৪ দিন বাড়িতেই আইসোলেশনে কাটানোর নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।  সানা বা ডোনা— কেউই তাঁর কাছাকাছি যাননি। বাড়ি থেকেও সানা বিশেষ বেরোননি। সেক্ষেত্রে কী ভাবে তিনি কোভিড আক্রান্ত হলেন, তা-ও বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন: পাশে অচৈতন্য বাবা-মা, মানসিক অবসাদে পেটে ছুরি বসিয়ে আত্মঘাতী ছাত্র

‘দাদা’ যখন করোনায় আক্রান্ত হয়েছিল, তখন প্রাথমিকভাবে সৌরভের স্ত্রী ডোনা এবং কন্যার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেহালার বীরেন রায় রোডের বাড়ির আরও তিন সদস্যের (সৌরভের ছোটো কাকা তথা সিএবি কোষাধ্যক্ষ দেবাশিষ, খুড়তুতো ভাই শুভ্রদীপ এবং ভ্রাতৃবধূ জুঁই) করোনা রিপোর্ট পজিটিভি আসে। এবার করোনার কবলে পড়লেন সানা। সূত্রের খবর, চারজনেরই মৃদু উপসর্গ আছে। তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। সৌরভের ঘনিষ্ঠ সূত্রে খবর, ডোনা এখনও কোভিড নেগেটিভ।

প্রসঙ্গত, সানা আপাতত লন্ডনে পড়াশোনা করেন। শীতের ছুটিতে তিনি কলকাতায় ফিরেছেন। ছুটি কাটিয়ে আবার তাঁর লন্ডনে ফিরে যাওয়ার কথা।

আরও পড়ুন: Covid-19 : কলকাতায় স্বাস্থ্য-সঙ্কট, করোনায় আক্রান্ত দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী