Sayan Lahiri case case hearing in supreme court

Sayan lahiri: জেলেই দিন কাটছে উমর খালিদের, ‘সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত’, বলল সুপ্রিম কোর্ট 

 

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বহাল রইল কলকাতা হাই কোর্টের নির্দেশ। আদালত জানাল, ওই ছাত্রনেতার (সায়ন) জামিন মঞ্জুর হওয়াই উচিত।সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি ছিল সেই মামলার। শুনানিতে জামিনের বিরোধিতা করা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পাশাপাশি সায়নের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালার প্রশ্ন, ১০০ জনের মধ্যে ওই ছাত্রনেতাকে পুলিশ কেন গ্রেফতার করল?

২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেল হেফাজতে রয়েছেন উমর। কার্যত বিনা বিচারেই আটকে রাখা হয়েছে তাঁকে। বহুবার অভিযোগ করেছেন উমরের বাঙালি বান্ধবী বনজ্যোৎস্না লাহিড়ী। কিন্তু কেউ শুনছে না তার কথা। জামিনের আবেদন করা হলেই তা খারিজ করে দেওয়া হচ্ছে। বনজ্যোৎস্না চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই। এ লড়াই যেন তাদের একারই। ২৮ মে ২০২৪ এ শেষবার উমরের জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের অগস্টে উমরের জামিনের আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র।
সম্প্রতি ইউএপিএ-র ধারায় অভিযুক্ত বিহারের এক বাসিন্দাকে জামিন দিয়ে সুপ্রিম কোর্ট বলল, অপরাধ যতই গুরুতর হোক, জামিনের সপক্ষে যদি যুক্তি থাকে, তা হলে অভিযুক্তকে মুক্তি দেওয়াই আদালতের কর্তব্য।