ওয়াকফ নিয়ে কেন্দ্রের তৈরি সংশোধনী বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে বৃহস্পতিবার রানি রাসমণিতে সমাবেশের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমা। সেখান থেকেই নরমে গরমে কেন্দ্র ও রাজ্যকে বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব।জমিয়তে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “সংবিধানে হস্তক্ষেপ হলে কী করতে হয় জানি। তখন সেভাবে খেলা হবে। বিজেপির অধিকার নেই, সংশোধনী ওয়াকাফ বিল নিয়ে আসার। এ ব্যাপারে যা করার আমরাই করব।”
সংগঠনের অপর নেতা পীরজাদা ত্বহা সিদ্দিকী বলেন, “আমরা তৃণমূল কংগ্রেসের ভূমিকায় নজর রাখছি। মুখ্যমন্ত্রীকে বলব, অতীতে এই বিল নিয়ে যা হয়েছে তা যেন লোকসভায় আবার নয়।” এ প্রসঙ্গে বাংলাদেশের প্রসঙ্গও টেনে সিদ্দিকুল্লাহ বলেন, “এটা বাংলাদেধের ইন্টারনাল ব্যাপার। বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশ যখন প্রতিক্রিয়া দিয়েছিল, তখন মোদী বলেছিলেন, এটা ইন্টারনাল ব্যাপার। অপরাধ হল অপরাধ। অবিলম্বে তা বন্ধ করা উচিত।”
আগামী শনিবার দলের সংখ্যালঘু সেলের সমাবেশ। কিন্তু সেই সভার বিষয়ে কিছুই জানেন না, দাবি সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি শুধু জানেন, দল ডেকেছে তাঁকে। এদিকে বৃহস্পতিবারও বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র যে আইন এনেছে, তা লাঘু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি আছে। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি।” এদিন বিধানসভায় গোটা প্রশ্নোত্তর পর্বেই স্বাস্থ্য আর সংখ্যালঘু উন্নয়ন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। আর কোনও দফতরের কোনও প্রশ্ন হয়নি।