Sovan-Baishakhi Ramp Walk in kolkata for transgender

Sovan-Baishakhi Ramp Walk: শহরে নয়া রূপে শোভন-বৈশাখী! হাঁটলেন র‍্যাম্পে

শহরের বুকে যখনই রোম্যান্সের প্রসঙ্গ ওঠে, তখনই চলে আসে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম৷ তাঁরা যেন এযুগের আইডিয়াল লাভ বার্ডস৷ যখনই তাঁরা যুগলে সামনে এসেছেন, তখনই তা ভাইরাল হয়েছে৷ তাঁদের নিয়ে যতই সমালোচনা হোক না কেন, শোভন-বৈশাখীর জুটি হিট৷ তাঁদের নিয়ে চর্চারও অন্ত নেই৷ এবার তাঁরা একসঙ্গে পা মেলালেন ব়্যাম্পে৷ শহর কলকাতায় সদ্য আয়োজিত এক ব়্যাম্পে শো-তে দেখা মিলল দু’জনার।

কলকাতায় সম্প্রতি ট্র্যান্সডেন্ডারদের নিয়ে ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছিল। যাতে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শোভন আর বৈশাখী। রং মিলান্তি পোশাকে বরাবরের মতো এদিনও দেখা মিলল তাঁদের। অনুষ্ঠানে বৈশাখী বলেন, ‘আমার মনে হয় ট্রান্সডেন্ডাররা মানসিকতা, আধুনিকতার দিক থেকে অনেক এগিয়ে। এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুব আনন্দিত।’ শোভন বলেন, ‘দেখুন যত মত তত পথ। এত মানুষ আছে, একেক রকম কথা তো বলবে। হাঁসের মতো জলটা সরিয়ে দুধটা নিয়ে নিয়ে নিতে হবে। যাকে কথায় বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাওয়া। সেভাবেই আমাদের চলা।’

এদিনের অনুষ্ঠানে ছিল আরও চমক৷ ব়্যাম্পে দেখা যায় তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও। তিনি এদিন বলেন, ‘এই ট্র্যান্সজেন্ডাররা অনেক লড়াই করছে। এরা তাঁদেরকে সেই জন্য পুরস্কৃত করছে। আমাকে অনেকেই বলবে, রাজনীতি করে ব়্যাম্পে হাঁটছেন কেন? আমি বলব, আমরা তো মিছিলে হাঁটি। মিছিলের থেকে বড় ব়্যাম্প আর হয় না। তাহলে মিছিলে হাঁটতে পারলে ব়্যাম্পে হাঁটতে পারব না কেন?’