জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় ফের বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, “আমার কোনও টাকা নেই। সময় এলে সব জানা যাবে।” শারীরিকভাবে তিনি ভাল নেই বলেও দাবি করেন পার্থ। হাসপাতাল থেকে বেরনোর সময় নিজের দাবিতে অনড় রইলেন তিনি। পার্থর দাবি, “আমার নয়, আমার নয়, আমার নয়। কোনওদিন টাকা লেনদেন আমি করি না।” তবে রবিবার প্রাক্তন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা কোনও কথা বলেননি। গত শুক্রবারের মতো কান্নাকাটি করতেও দেখা যায়নি তাঁকে।
রবিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে এই প্রথম টাকা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পার্থ। এর আগে তিনি ‘ষড়যন্ত্রের’ কথা বলেছেন। তাঁকে সাসপেন্ড করা নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর আগে টাকা নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি তাঁর মুখ থেকে। রবিবার সকালে প্রথম পার্থকে বলতে শোনা যায়, ‘‘আমার কোনও টাকা নেই।’’ তাঁকে হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন টাকা কার? তাতেই ওই জবাব দেন পার্থ। এ ছাড়াও আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল পার্থকে। তিনি সেগুলিরও জবাব দেন। স্বাস্থ্যপরীক্ষা করে বেরোনোর পথে তাঁকে আবার একই প্রশ্ন করা হয়েছিল। তবে এ বার আরও বিশদে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা অধৈর্য ভাবেই জবাব দেন, তাঁর নয়। তবে এক বার নয়। এক টানা তিন বার একই জবাব দেন পার্থ। ষড়যন্ত্র প্রসঙ্গে মুখ খুলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাবি করেন, “কে ষড়যন্ত্র করেছে, সময় এলেই বুঝবেন।”
পার্থের এই প্রতিক্রিয়া শুনে মনে হতে পারে, তিনি এই প্রশ্নে কিছুটা ক্লান্ত, অধৈর্যও। যদিও এর বাইরে আর কিছু বলতে শোনা যায়নি তাঁকে। হাসপাতালে ঢোকার মুখে প্রাক্তন মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কি সুস্থ বোধ করছেন? জবাবে পার্থ জানিয়েছিলেন, তিনি সুস্থ বোধ করছেন না।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও পার্থর বক্তব্য নিয়ে মাথা ঘামাতেই নারাজ। তিনি বলেন, “এখন আর এসব বলার সময় নয়। উনি যদি কোনও অপরাধ নাই করেন, তাহলে গ্রেপ্তারের পর কেন কিছু বললেন না? তিনি তো ষড়যন্ত্রের কথা আগেই বলতে পারতেন। এখন দল একটা সিদ্ধান্ত নিয়েছে। আর বলার কিছু নেই। আইনের মাধ্যমে সব কিছু প্রমাণ হবে।”