Suryakanta Mishra Cpim Leader Admitted In Hospital With Cheast Pain

Suryakanta Mishra: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র

বুদ্ধদেব ভট্টাচার্যের পর সূর্যকান্ত মিশ্র। অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক। বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল আছেন তিনি।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক। সেই সময় হোম আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তখন তৈরি হয়নি। কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  সেই সময় বুদ্ধবাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। যেহেতু সূর্যবাব নিজেও একজন ডাক্তার তাই হাসপাতালে মেডিক্যাল বোর্ডের মিটিংয়েও উপস্থিত ছিলেন তিনি। তবে এবার হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন সূর্যকান্ত। আপাতত সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: Jadavpur University : হস্টেল থেকে ঝাঁপ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে রহস্য

এই বিষয়ে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘কালকে জ্বর হয়েছিল, রাতে ব্যথা হয়েছিল। সকালে ব্যথা বাড়ার পর তিনি পিজি (এসএসকেএম) হাসপাতালে যান। হাসপাতালের চিকিৎসা সমস্ত চেকআপ করেন, পর্যবেক্ষণের জন্য ওখানে ভর্তি নিয়েছেন।’ বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন তিনি।

বামনেতার চিকিৎসায় ডা: সরোজ মণ্ডল, ডা; সৌমিত্র ঘোষ-সহ পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। জানা গিয়েছে, মায়োকার্ডিয়াক সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে ধূমপান করলে এধরনের সমস্যা দেখা যায়। আপাতত সূর্য মিশ্রর একাধিক রক্তপরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: JU Student Death: ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ছয়, ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ