Tanmoy Bhattacharya: cpm has suspended tanmoy bhattacharya over harassment allegation

Tanmoy Bhattacharya: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি! ফেসবুক লাইভে অভিযোগের পর তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল CPM

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা সাংবাদিক। রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে ওই সাংবাদিক অভিযোগ করেছেন, সকালে তিনি তন্ময়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই বামনেতার বিরুদ্ধে পদক্ষেপ করল দল। তাঁকে সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মহিলা সাংবাদিকের অভিযোগ, এর আগেও নানা ভাবে তন্ময় তাঁর সঙ্গে ‘অন্যরকম’ ব্যবহার করেছেন। কিন্তু আজ সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন বলে তাঁর দাবি। এ নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি স্বভাবগত ভাবেই সকলের সঙ্গে ইয়ার্কি করি। এর আগে ওই মেয়েটি অন্তত দশ বার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি এর আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ করে কী হল আমি জানি না।’’

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।” এখানেই শেষ নয়। মহম্মদ সেলিম জানান, তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য, সেই সংক্রান্ত তথ্য আগামিকাল দেওয়া হবে। এই ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন বামনেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করছে।

আরজি কর আবহে নারী নির্যাতনের বিরুদ্ধে যে নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল, তাতে নেপথ্যে থেকে অন্যতম ভূমিকা পালন করেছিল সিপিএম। সমাজমাধ্যমে সিপিএমের নেতা-কর্মীরা নানা ধরনের পোস্ট করেছেন। তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ উঠতে তাঁরাও অনেকে নেমে পড়েছেন প্রতিবাদে।